মানুষ সৃজনে স্রষ্টা পূর্ণ দাবীদার,
সেজদা পূজা অর্চণা চায় প্রতিদান,
আনুগত্য কৃতজ্ঞতা গাহি গুনগান,
আল্লাহ ঈশ্বর হরি নাম অধিকার।
ধর্মের শিকলে বন্দি মানুষের জাত,
হিন্দু মুসলিম বৌদ্ধু ইহুদী খৃষ্টান,
তর্কের বিভেদ শুধু প্রণীত বিধান,
সন্ধানে ব্যর্থ জগতে মুক্তির নাজাত।
সৃষ্টি কূলে পশু পাখি প্রাণী আছে যত,
জ্ঞান বুদ্ধি বিবেকের বিচার ক্ষমতা,
মানুষকে শ্রেষ্ট বলে দিয়েছে যোগ্যতা,
ইবাদত আরাধনা শির হোক নত।
বিশ্বাসের দুর্বলতা কপট অন্তর,
অবিশ্বাসী মানুষের শাস্ত্রের কি জোর??