বিশ্ব ভালবাসা
শপথ
ভালবাসার আছে কি দিবস রজণী,
অনন্তকাল অন্তরে রোপণে সে চাষ,
মনের মাধুরী দিয়ে রাঙা বারো মাস,
প্রতিটি মূহুর্ত শুনি হৃদয়ের ধ্বনি।
হয় কি প্রকাশ কভু প্রেম একদিনে,
আবেগ অনুভুতির প্রতিটি মুহুর্তে,
ভালবাসি ভালবাসি ব্যকুল বলিতে,
হৃদয়ের ক্ষুধা তৃষ্ণা মিটেনা জীবনে।।
পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন,
দায়িত্ব কর্তব্যে প্রেম সম্পর্ক বাঁধনে,
মিলেমিশে ভালবাসা সুখের সন্ধানে,
প্রিয়তম প্রিয়জন বুকের গহণ।
যুগ যুগ পৃথিবীতে মানুষের আশা,
চিরঞ্জীব হয়ে থাক বিশ্ব ভালবাসা।।।