বিশ্বমুক্তি
শপথ

আসমান ভেদ করে নামবে ধরায়,
জমিন ফুঁড়ে উঠিবে মানুষ আবার,
বিশ্বজাহা এক হাতে এক পরিবার,
পৃথিবীতে এক জাতি একত্রে চলায়।
ধর্মের বিধানে বন্দি মানব সমাজ,
রাষ্ট্রীয় সংবিধানের মিথ্যা পরিচয়,
দেশ ভাগাভাগি নীতি নাগরিক নয়,
অবাধ স্বাধীনতায় মুক্ত হতে আজ।

শৃঙ্খলে পরাধীনতা বঞ্চিত প্রতিভা,
জ্ঞানী গুণী মুণিষীর সাধন ভজন,
মানব কল্যাণে তথা পাবে জনগণ,
নিভে যায় বিকশিত প্রদীপ ক্ষমতা।
সুযোগ সুবিধা বুঝে বিশ্বলয় ঘুরে,
সাফল্যের জয় দিত মানুষের তরে।