বিশ্বাসের প্রতিদান
শপথ
ভালবেসে তোলে দিয়ে অমূল্য রতন,
বিশ্বাসের প্রতিদান কলঙ্কের হার,
চরিত্রহীনা অসতী পাই উপহার,
ছলনার মায়াজালে সাজানো ভূবন।
অভিশাপ দিয়ে নয় আর্শিবাদ করে,
পাপীর এ ফরিয়াদ বিধাতার কৃপা,
মঙ্গল কল্যাণে হোক জীবনের পাতা,
সাফল্যের শীর্ষ জয়ী বিশ্ব বুক জুড়ে।।
পাপী বলে ঘৃণা করে মিটিবে কি স্বাধ?
অবিপত্র যার স্পর্শে হৃদয় আমার,
নিন্দার কাঁটার জ্বালা সমাজে লজ্জার,
অশালীন কর্ম কান্ডে মিথ্যা অপবাদ।
সভ্যতার মাঝে আজো করি অহঙ্কার,
সত্যের প্রদীপ জ্বলে কাটবে আঁধার।।