বিরহে গভীর প্রেম মনের গহণ,
কাছে কিবা দূরে থাকে হৃদয়ে আসন।
জনম জনমে বাঁধা জীবন মরণ,
অন্তরে অন্তরে সেতু বিশ্বাসী বন্ধন।
পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমি,
ভাবনার অনুভূতি প্রেম বড় দামী।
স্বপ্ন আশা ভালোবাসা মানে পাগলামী,
সুখের উজান স্রোতে তপ্ত মনভূমি।
অতলে ভাটির টানে ডুবিলে প্রেমিক,
সিন্ধু সেঁচে মুক্তা আনে জীবন সৈনিক।
সত্য ন্যায়ে আরাধনা প্রতিজ্ঞা দৈনিক,
পবিত্র অন্তর ভুলে সম্পর্ক দৈহিক।
মোহ মায়া স্বার্থ লোভে ত্যাজিয়া পার্থিব,
আত্মার প্রেমালিঙ্গন স্বর্গের সজীব।