শুনতে কি পাও তুমি হৃদয়ের কথা,
গানে গানে সুরে সুরে ডাকি যে তোমারে,
জানিনা কোথায় আছো তুমি কত দুরে,
নামটি কেবলি এই মনে প্রাণে গাঁথা।
কেন কর লুকোচুরি আড়ালে গোপনে,
ছায়া হয়ে পাশে থাক বিশ্বাস এ বুকে,
তবুও চাওনা দিতে দেখা যে আমাকে,
কোন ভুলে অভিমান বল কি কারণে?
এই মন এই প্রাণে বিরহের ব্যথা,
সামনে আসিতে যদি শুধু একবার,
অপলক চোখ দুটি কাঁদিত না আর,
আশা ভালোবাসা প্রেম বাড়ে ব্যকুলতা।
কত সাধনার পরে মিলনের সুখে,
ধন্য মানব জীবন পৃথিবীর বুকে।