যতনে রেখেছি বুকে অতল গহীণে,
মনের আসনে রাণী হৃদয় মহলে,
অন্তরে বসতি যার আমাকে দখলে,
হুকুম তামিল করে কঠিন শাসণে।
অপরুপা শাহজাদী তীর্যক হাসির,
ক্ষত বিক্ষত আঘাত হানে শমশের,
আহত প্রাণের মাঝে নহর রক্তের,
শাস্তিযোগ্য অপরাধী আসামী ফাঁসির।
পৃথিবীর যত সুখ পরেশে তাহার,
ভূবনে স্বর্গ রচনা শান্তির আশ্রয়,
জীবন মরণ গাঁথি বাঁধিতে প্রণয়,
কাননে কুসুম কলি বসন্ত বাহার।
ভালোবেসে মন প্রাণ হৃদয় উজার,
জীবনের গতিধারা বিপরীতে যার।