বিপরীত
শপথ

নদীতে উজান ভাটি আমরা দুজন,
দুটি ধারা বিপরীত হয়না মিলন।
জোয়ারের প্লাবনে আমি চাই কাছে,
ভাটায় দৌড়িয়ে তুমি চলে যাও পিছে।
নদীকে আনন্দ দিতে সাগরের বুকে,
মিলনের মোহনায় বেঁধে দেই সুখে।
হিংসায় জ্বলে পুড়ে কর আগমন,
বিচ্ছেদের ঝড় তোল বুকের গহণ।

অবিরাম বয় নদী ঠিকানা বিহীন,
জোয়ার ভাটার সঙ্গে সম্পর্ক রঙিন।
আপন গন্তব্যে চলা অশান্ত সাগর,
নদীকে বুকে লুকায় করিতে আদর।
প্রবল আগ্রহে প্রেম জোয়ার ভাটায়,
বিরহে স্বার্থক যদি মিলন ঘটায়।