দিবানিশি চাই আমি ঐ বিধির কাছে,
শান্তি সুখের জীবনে সুস্থতা তোমার,
হাসি খুশির আনন্দ মান মর্যাদার,
মঙ্গল কল্যাণ যত এ জগতে আছে।
শেফা দানে রোগব্যধি সৌন্দর্য্যের দেহ,
অর্থ বিত্তে নাম যশ সুনাম খ্যাতির,
জ্ঞানে গুণে উচ্চাসনে শ্রেষ্ট মহাবীর,
শক্তি সাহসে নির্ভীক বিশ্বজয়ী কেহ।
আমার প্রার্থণা শুধু প্রাণভরে চাই,
নামাজ রোজার মাঝে নিত্য ইবাদত,
দয়ালু মহান প্রভু দিও রহমত,
তার বিপদ আপদ আমি যেন পাই।
ভাগ্য লিখনে আমার যা কিছু প্রাপ্তি,
বিনিময়ে দিও তারে কাতর মিনতি।