পাঁচ তলা গাছ তলা মানুষের বাস,
কেউ কাঁদে কেউ হাসে আমির ফকির,
কেউ সুখী কেউ দুঃখী দালান কুটির,
কেউ পূর্ণ কেউ শূণ্য জীবনের শ্বাস।
আহারে উদর ভর্তি কারো পেট খালি,
সোনার চামচ মুখে ধনীর দুলাল,
ক্ষুধা তৃষ্ণা অনাহারে জগত কাঙ্গাল,
কারো ভিক্ষা কারো শিক্ষা কলঙ্কের কালি।
কেউ শত্রু কেউ মিত্র সম্পর্ক নিবিড়,
কেউ মুক্ত কেউ বন্দি চাকর মনিব,
কারো শক্তি কারো ভক্তি ধনী ও গরিব,
কে জয়ী কে পরাজয়ী উঁচু কারো শির?
বিধির নিয়ম নীতি কৃপা উপহাস,
আর্শিবাদ অভিশাপ কিসে সর্বনাশ?