একা একা নির্বাসনে উদাসী নির্জনে,
সত্য মিথ্যা পরিচয়ে তোমারি সন্ধানে।
তুমি আমি ভালোবেসে দূর বহুদূরে,
চির চেনা প্রিয়জন গুপ্ত নিরাকারে।
বিরহ বিচ্ছেদ ব্যথা বুকে আর্তনাদ,
মিলন মেলার ছলে নিত্য ফরিয়াদ।
ভক্তি পুজা সেজদায় মুক্তির মিছিল,
বিশ্ব জয়ে পরাজিত পার্থিব নিখিল।
অন্তরে অনেক প্রেম মূলধন পুঁজি,
অর্পণ করিতে শুধু তোমাকেই খুঁজি।
চুক্তিতে স্বাক্ষর সীল নেই শর্তাবলী,
হৃদয় বন্ধনে তুমি সর্ব জলাঞ্জলী।
মনের অজান্তে কেন ভুলি খেলাঘরে,
ঈশ্বর আল্লাহ ডাকি বিধাতার নীড়ে।