খুঁজে খুঁজে চোখ বুঝে কাঁদে শুধু আঁখি,
আলো ভেবে মিছে ভবে নিরাশার চরে,
আশা বুকে বেঁচে থেকে অবুঝ অন্তরে,
ভাগ্য লেখা দেয় ধোকা আলেয়ার ফাঁকি।
পথ চলা বড় জ্বালা সইতে একাকী,
দিন বাকি তবু ডাকি নিরবে নিভৃতে,
প্রেম প্রীতি বাড়ে গতি আঁধারে হারাতে,
খাঁচা ছেড়ে বহু দূরে উড়ে সুখ পাখি।
মায়া ডুরে বাঁধি যারে বিশ্বাসের নীড়ে,
করি সন্ধি কভু বন্দি শান্তির আশ্রমে,
মনে প্রাণে জয় গানে মুখোরিত ধামে,
চাল চালি দুঃখ ভুলি সম্পর্কের তীরে।
শুভ দৃষ্টি পেলে সৃষ্টি কৃপায় পূর্ণতা,
নামে ধন্য শ্রেষ্ট গণ্য মহান বিধাতা।