বিদায়ের মুহুর্ত
শপথ
বিদায় মুহুর্তে আজ তোমাদের কথা,
আনন্দের উৎসব প্রাণে বাজে ব্যথা।
ব্যস্ত সবাই জানাতে শেষ সম্ভাষণ,
করেছিলে এই দিনে সাদরে গ্রহণ।
আসিবে নতুন করে আগামী বছর,
অনুরোধ তোমাদের করিবে কদর।
প্রতি দিন মূল্যবান সদা রেখে মনে,
সাজাবে এ পৃথিবীকে হাসি খুশি গানে।।
অবহেলা অনাদর আমাকে যেমন,
অনুরোধ করিওনা সময় ক্ষেপণ।
অপচয় প্রতিরোধে সফলতা আসে,
খ্যাতির শীর্ষ চুঁড়ায় পৌছে অবশেষে।
আর্শিবাদ তোমাদের বিদায়ের বেলা,
মঙ্গল কল্যাণ জয়ে হোক পথচলা।।