কত কিছু অসমাপ্ত রয়ে গেল মোর,
তবুও বিদায় নিব তোমাদের ছেড়ে,
কে আছে পাশে তখন কে রয়েেছে দূরে,
পারিনি দিতে কাউকে বিদায় খবর।
কাজগুলি ভাগাভাগি দায়িত্ব বুঝিয়ে,
কোন প্রক্রিয়ায় হবে সুষ্ঠ সমাধান,
উপদেশ, পরামর্শ, আলোচনা জ্ঞান,
হবেনা ক্ষতি সাধন নিশ্চিন্ত বিজয়ে।
তোমাদের প্রয়োজন নেই বুঝি আজ,
হঠাৎ করেই কেন জানালে বিদায়,
কিছুটা বেদনা বুকে হয়তো কাঁদায়,
তবুও সাজালে মোরে জীবনের সাজ।
হায় রে পাষাণী তোরা সবকিছু ভুলে
কেমনে বিদায় দিলি ভাই বন্ধু মিলে।