ব্যথার চোখে
শপথ
শান্তণার অশ্রুধারা অবিরাম ঝরে,
যন্ত্রণায় জ্বলে উঠা বুকের আগুন,
চোখের জলে নিভেনা বেড়েছে দিগুন,
অনলে পুড়িলে মন আঁখিজল বাড়ে।
নয়ন সাগর ভাসে জোয়ারের বন্যা,
বুকের পাঁজর ভেঙ্গে প্লাবনে ভাসায়,
অকুল পাথারে মন হাবুডুবু খায়,
হৃদয়ের তীরে ঢেউ আঘাতের কান্না।।
সাগর নদী শুকিয়ে জেগে উঠে চর,
দিবা নিশি দুনয়নে অশ্রু বিসর্জন,
তবুও শেষ হয়নি থামেনি ক্রন্দণ,
ভেজাচোখে অবিরল স্রোতের নহর।
আর যে কত কাঁদিলে ভেসে যাবে জ্বালা,
দুঃখের অবসানে সুখ দিবে দোলা।।