চলে যদি যাই আমি কভু ভুলিওনা,
দুনিয়াটা মানুষের আসা যাওয়ার,
ক্ষণিকের লেনাদেনা যত চাওয়ার,
ভুল ভ্রান্তি দোষ ত্রুটি মনে রাখিওনা।
সুখে দুঃখে স্মৃতিগুলি হৃদয়ে রাখিও,
ফিরে আসবনা বলে ঘাত প্রতিঘাতে,
মিছে অপরাধী যদি ভাব অজুহাতে,
বিনা অপবাদে তবে আমাকে ক্ষমিও।
ফাঁকি দেওয়ার ইচ্ছা কখনো ছিলনা,
বিধির নিয়ম নীতি অসহায় আমি,
জানিনা খুঁজবে নাকি পরপারে তুমি,
স্বর্গ বা নরক দ্বারে অনন্ত ঠিকানা।
হাসি কান্না ভাগাভাগি গেঁথেছি জীবন,
ব্যথা ভরা কষ্ট শুধু আমার মরণ।