ব্যর্থ সময়ের অপরাধী
শপথ

আমি ক্লান্ত পরাজীত সময়ের কাছে
অধিকারের দাবীতে বিষাক্ত ছোঁবল
দায়িত্ব কর্তব্য যত পালনের ভুল
সকলের অভিযোগে অপরাধী মিছে।
বাবার ভাল সন্তান মায়ের সোনার
যোগ্যতার মাপকাঠি ব্যর্থ প্রিয়জন
আদর স্নেহেের যত সুখের বন্ধন
ভাই বোনের গর্বের উচ্চ মর্যাদার।।

সহপাঠী সহকর্মী আত্মীয় স্বজন,
শ্রদ্ধা ভক্তির আদর্শ গুণী মহাশয়
ব্যবহার কাজ কর্মে অক্ষম নিশ্চয়
অযোগ্য বলে সন্তান পিতার আসন।
কমপক্ষে প্রিয় বাবা ভাই বন্ধু ছেলে
অসহায় সময়ের ভাগ্যে নাহি মিলে।।