মানব জীবন ভবে বিধাতার দান,
দুঃখ কষ্টে পরিপাটি যতক্ষণ প্রাণ,
সুখ শান্তির আবেশে, নেই পরিত্রাণ,
আশা পূরণে হয়না জ্বালা অবসান।
সত্য -মিথ্যা আচরণে, ন্যায় নীতি বোধ,
ভালো -মন্দ কর্মকান্ডে, চরম বিরোধ,
শক্তির দাপটে চলে নিত্য অবরোধ,
সময়ের ব্যবধানে চায় প্রতিশোধ।
প্রেম -প্রীতি ভালোবাসা, জ্ঞানের অভাব,
স্বার্থের আসনে বসা জগতে নবাব,
হিংসা বিদ্বেষের ক্রোধ, কঠিন জবাব,
কুলুষিত কলঙ্কিত চরিত্র স্বভাব।
জুলুমকারী জালিম সর্বত্র মানুষ,
ভোগ বিলাসে মজ্জিত রয়েছে বেহুশ।