বুঝিতে চেয়েছিলাম শুধু অনুভবে,
নিশ্বাসের শব্দ শুনে হৃদয় গভিরে,
শান্তি সুখের পরশে জড়িয়ে আদরে,
দুঃখ কষ্ট ব্যথা যত মুছে দিব তবে।
যত্নে সাজিয়ে জীবন আনন্দ উল্লাসে,
হাসি গানে মুখোরিত প্রতিটি প্রহর
নিরাপদে রেখে দিব বুকের ভিতর
নেই কোন ভয় কভু ঝড় যদি আসে।
বিশ্বাস ভক্তির প্রেমে ছিলনা ভরসা
তুচ্ছ ভেবে অনায়েসে ঘৃণা অপমানে
অধিকার কেড়ে নিলে দায়িত্ব পালনে
ভেঙ্গে দিলে স্বপ্নগুলো মনে যত আশা।
নির্লজ্জ বেহায়া আজ পাশাপাশি থাকি
তবুও চাইনা দিতে তোমাকে যে ফাঁকি।।