জীবনে এসেছো তুমি জানিনা কখন,
অচেনা পথের মাঝে দেখালে সঠিক,
গন্তব্যের সঙ্গী পেল একলা পথিক,
সুখ দুঃখে সহযাত্রী হয়েছো আপন।
কল্প গল্পে পাশাপাশি ফেলিতে চরণ,
দায়িত্ব কর্তব্য বোধে অধিকার দিতে,
স্বার্থ ত্যাগে প্রতিদানে ভালবাসা পেতে,
স্বপ্ন আশা হাসি কান্না করিতে বন্টণ।
পৃথিবীতে বেঁচে থাকা মানুষের স্বাদ,
স্নেহ মায়া মমতার সাজানো ভূবনে,
বিশ্বাসে জড়িয়ে রাখে হৃদয় বন্ধনে,
মিলন বিরহ গাঁথা সময়ের ফাঁদ।
একান্তই ব্যক্তিগত সম্পর্কের টান,
মুহুর্তে আপন পর কত ব্যবধান।