ও বাঁশি কেন কাঁদিস সুরে সুরে বেজে
চিতার আগুন বুকে কার সুখ খুঁজে
যে বাজায় দিবা নিশি মনের আনন্দে
সে কি আর বুঝে ব্যথা তোর সুর ছন্দে
মাতাল হয়ে ডাকিস সোহাগে আদরে
কে বিদেশী বাঁশরিয়া উদাস অন্তরে
ও পাষাণীর হৃদয়ে কাঁচের মহল
শিক পুড়ানোর ছিদ্রে নাচায় আঙ্গুল
বিচ্ছেদের জ্বালা তোর সুকরুণ সুর
বিরহ ব্যথায় কাঁদে দুর বহুদুর
জানতে চায়না কেউ হাতে নিলো বাঁশি
তিলক চন্দণে ফোটা কলঙ্কের দোষী
তন্দ্রাহারা যে নয়ন সুখ স্বপনে সে
অশ্রুটুকু মুছে ফেলে কাঁদে ভালোবেসে