(বাংলাদেশ) আমি বিদ্রোহী  
শপথ

আদেশ মানিনা কারো অনন্ত স্বাধীন,
আমিই শ্রেষ্ট সঠিক দুনিয়া বেঠিক,
প্রলয় ধ্বংস আমি সত্যের পথিক,
আমি না মানি আইন না কারো অধীন।
যুদ্ধের বারুদ নেশা জ্বলে উঠি শিখা,
শৃঙ্খলে আবদ্ধ নই বন্দির দাসত্ব,
মৃত্যু চিনিনা জগতে আমার রাজত্ব,
আগুনে পুড়িয়ে দেই শক্তির পতাকা।।

হায়েনা রক্ত পিপাসু কালজয়ী বীর,
শোষকের আদালতে আমি বিচারক,
শত্রু দুশমন নাশে বিশ্বাস ঘাতক,
রাক্ষুসপুরীতে সদা উঁচু রাখি শির।।
কুরুক্ষেত্র রণাঙ্গনে সৈনিক নির্ভিক,
আজন্ম বিদ্রোহী আমি শান্তির প্রতীক।।