নেই কেহ নাই প্রাণে সেইজন বিনে,
যাঁহার মত বান্ধব ত্রিভূবনে নাই,
তাঁহার দেখা জগতে কোথা গেলে পাই,
যেইজন পাঠালেন সুন্দর ভূবনে।
নিত্য জাগ্রত বাসনা অশান্ত অন্তরে,
ভাবের স্বভাব দোষে মান অভিমান,
সময় সুযোগ দানে দয়ালু মহান,
কামনা সদা আনন্দে শান্তি সুখ হেরে।
কত কথা মনে গাঁথা পাইনা জবাব,
বিরহ ব্যথায় যদি পাপী অভিযোগে,
ভুল ভ্রান্তি অপরাধ শাস্তি অনুরাগে,
ডাকি যত নাম ধরে কিসের অভাব?
প্রস্তাবে সম্মতি নাই মিলেনা দীদার,
আদেশ নিষেধ তবু তাঁর অধিকার।।