বালিকা তুমি কি জান সৃষ্টির রহস্য,
সৃষ্টিকর্তা তোমাকেই করে অন্বেষণ,
পৃথিবীতে নব সৃষ্টি করিতে প্রেরণ,
বংশ বিস্তারের জন্য অর্পিত দায়িত্ব্য।
চরিত্রের পবিত্রতা স্রষ্টার ভূষণ,
গর্ভে সৃষ্টির জীবন নিষ্পাপ সন্তান,
দোষে গুণে পরিপূর্ণ জন্মে অবদান,
সৃষ্টিকে করেছো তুমি জঠোরে ধারণ।
তুমি গড়বে পূরুষ স্বভাব চরিত্রে,
দূর্বল কিসে বালিকা রুপসী নাগীন,
বিঁষাক্ত ছোঁবলে হুশ হারে চিরদিন,
পুরুষের বাহাদুরি শক্তির ধরীত্রে।
তুমি দেশ জাতি বিশ্ব সমাজ সভ্যতা,
রত্নগর্ভা নারী জন্ম মাত্ স্বার্থকতা।