মুনী ঋষি চিরন্তন জ্ঞানের মশাল,
অজ্ঞতার দ্বীপ শিখা আলোর ভূবন,
পথভ্রষ্টের ঠিকানা আঁধারে গমণ,
সত্য ন্যায়ে সাধু জ্ঞানী প্রতিভা বিশাল।
নিত্য সাধন ভজন মুক্তির সন্ধান,
একাগ্র চিত্তের ধ্যানে যাচে আরাধনা,
জগতে মানব তরে বিধির করুণা,
ইবাদতের প্রার্থণা মঙ্গল কল্যাণ।
ভক্তির পূজা অর্চণা স্বার্থ বিসর্জন,
সেজদায় অবনত পবিত্র হৃদয়ে,
ক্রোধের হিংসা বিদ্বেষ ত্যাজিল বিণয়ে,
অন্তরে লোভ লালসা কুচিন্তা বর্জন।
মুত্যুকে বরণ করে সাফল্য অর্জনে,
ব্যক্তিত্বে শ্রেষ্ট মহান অমর জীবনে।