ব্যক্তিগত ও পারিবারিক ঝামেলার কারণে গত কয়দিন যাবৎ আসরে বিচরণ করতে পারিনি। স্বপ্ল সময়ের মধ্যে ঢুকে কবিতা পোষ্ট করেই আবার বের হয়ে গেছি। আশা করছি আগামীকাল থেকে আবার নিয়মিত হতে পারব
আজকের কবিতাটা কবিদের নিয়েই লেখা যারা ভালবেসে আমার পাতায় বিচরণ করেছেন তাদের ভালবাসা সম্মানের কৃতজ্ঞায় তৃপ্তির অভিব্যক্তি প্রকাশ।
আত্মতৃপ্তি
শপথ

ধন্য আমি ওগো কবি স্বার্থক জীবন,
আপনাদের মন্তব্য প্রশান্তি মনের,
কৃতজ্ঞতার ভাষাতে প্রফুল্ল সুখের,
শ্রদ্ধাঞ্জলী উপহার সাদরে গ্রহণ।
দিনে দিনে বাড়িতেছে হৃদয়ের ঋণ,
শুভেচ্ছা অভিনন্দনে অধমের লেখা,
মহৎ হৃদয়ে কবি উপস্থিত থাকা,
ভালবেসে পাশে পাশে প্রতিটি লিখন।

বিনিময়ে প্রতিদান জানিনা কি দিব,
কবিতা পাঠে সর্বদা উৎসাহ দান,
অমূল্য সময় ব্যয়ে ব্যক্তিত্বে মহান,
তবুও চাই যে আমি পদধুলি নিব।
প্রভিতার জ্ঞানী গুণী হে কবি পাঠক,
অপূর্ব অসাধারণ কবিতা লেখক।