আছি কত সুখে
শপথ

নিঃসঙ্গ একাকীত্ব জীবন আমার,
প্রেমের জেলখানায় আসামীর মন,
সকাল সন্ধ্যা সর্বদা স্মৃতির স্বরণ,
আঁখিজলে বুক ভাসে ব্যথা বেদনার।
হতাশার বালুচরে দিশাহীন একা,
মরুর সিক্ত প্রান্তর বুকের ভিতর,
দুঃখে বরফ জমে কষ্টের পাথর,
স্বপ্ন আশা ভালবাসা সবি যেনো ধোকা।।

কত সুখে আছি আমি জানে এই মন,
তোমার জীবন ভেলা করেছে নোঙ্গর,
ফাঁকি দিয়ে খুঁজে নিলে নতুন দোসর,
আঘাতের যন্ত্রণায় কেঁদেছি গোপন।
সুখের নীড়ে অনল অন্তরে দহন,
দেখে যাও তুমিহীনা বেঁচেছি কেমন।।