বিরহের জ্বালা নিয়ে বেঁচে আছি আমি,
সুখের সন্ধানে আজ চলে গেছো তুমি।
সন্দেহের অভিযোগে প্রেমের বাঁধন,
বীনা দোষে অপরাধী কয়েদী জীবন।
তোমাকে মুক্তি দিলাম বন্দি হয়ে আমি,
বিবেকের আদালতে ফেরারী আসামী।
আত্মপক্ষ সমর্পণে মোর স্বীকারোক্তি,
মিথ্যার দায় এড়াতে নেই কোন যুক্তি।
জয়ের মুকুট আজ তোমার মাথায়,
শান্তি সুখে ভাগ্যবতী বিধির কৃপায়।
অদৃষ্টের প্রবঞ্চনা ললাটের লেখা,
বিড়ম্বিত ভালোবাসা হৃদয়ের ধোকা।
তব ঘৃণা অপবাদে নেই প্রতিবাদ,
ভালো থেকো সুস্থ থেকো এই আর্শিবাদ।