আমি পাপী অপরাধী তবু আশাবাদী,
জানি না কি অপরাধে ফেলিছো বিপদে,
সংকটে পড়িয়া আমি ডাকি কেঁদে কেঁদে,
উদ্ধার করিতে তুমি কাছে আস যদি।
নিরাশে আশ্রয় খুঁজি তোমার চরণে,
এমন গুনাহগার পৃথিবীতে নাই,
লজ্জিত অনুশোচিত শুধু ক্ষমা চাই,
মুনাফেকি বেঈমানী রয়েছি ভূবনে।
গুনাহের বোঝা ভারী পাহাড় সমান,
রহমানুর রাহিম নামটি তোমার,
জগতের অধিপতি দয়া করুণার,
তওবা কবুল করে দাও পরিত্রাণ।
অনুশোচিত অন্তর পাপ লক্ষ কোটি,
পথভ্রষ্টে মহাপাপী ক্ষম ভুল ত্রুটি।