অপরুপ বাংলা
শপথ

প্রভাতের পূর্বাকাশে রাঙা ঊষাকাল,
শিশির ভেজানো স্নিগ্ধ সোনালী সকাল।
কৃষকের হাসি গানে সোনা রঙ ধানে,
ঢেউয়ের কলতানে মাঝি দাড় টানে।
রুপালী ইলিশ ধরে জেলেরা পদ্মায়,
নদীতে সাম্পান মাঝি ভাটিয়ালী গায়।
মাঠের সবুজ প্রান্তে দিগন্তের লাল,
বাংলাদেশের বুক এতই বিশাল।

গাঁয়ের মেঠো পথের বিভোল পথিক,
বটতলে খুঁজে নেয় আশ্রয় সঠিক।
ছায়া সুনিবিড় শান্ত পল্লী গ্রামগুলি,
চিত্রশিল্পীর অঙ্কিত অপরুপে তুলি।
মনের মাধুরি মিশে মধুর স্বপন,
মিলে মিশে একপ্রাণ আত্মীয় স্বজন।।