নিখীল বহ্মান্ড ঘুরে খুঁজে মন যারে,
দেশ বিদেশ তালাশে মানুষ সকল,
রহস্য উদঘাটনে হয়েছে বিফল,
আল্লাহ ঈশ্বর হরি গুপ্ত নিরাকারে।
ভক্তির সেজদা পুজা নিত্য আয়োজন,
আকুল প্রার্থণা শুনে স্বাক্ষাতে প্রমাণে,
কাতর বিনয় ডাকে আসেনি সামনে,
বোকার বেদ বিধান তুচ্ছ অবলম্বন।
কে শিখালো মসজিদে মক্কা কাবা ঘরে,
সাধু সন্যাসী বৈষ্ণব সদা বৃন্দাবনে,
মুসলমান খৃষ্টান হিন্দু ব্যবধানে,
মানুষের আরাধনা পবিত্র অন্তরে।
হৃদয়ে প্রবেশ পথে কে অপেক্ষা করে,
চুপচাপ বসে আছে আপন ভান্ডারে।