আপন কর্তব্য
শপথ
আগে তিতা পড়ে মিঠা সম্পর্ক মধুর,
বিরহের পরে বাজে মিলনের সুর।
ক্ষত বিক্ষত হৃদয়ে জলন্ত অনল,
নিমিষে নিভিয়ে দেয় আনন্দের জল।
সুখ সেতো ক্ষণিকের তবুও সে ক্ষণ,
ব্যথা বেদনা ভুলিয়ে বুকে আলিঙ্গন।
দুঃখের চিতা বুকে কষ্টের দহণ,
সুখের প্রকাশ ঘটে দুচোখে ক্রন্দণ।
ভাঙ্গিতে গড়িতে ব্যস্ত মানুষের মন,
ভুল ভ্রান্তি দোষ খোজা শুধু অকারণ।
আর্থিক বিচার করা নেই প্রয়োজন,
সুখ দুখে পাশাপাশি আত্মীয় স্বজন।
চিরদিন ভাগাভাগি আনন্দ বেদনা,
সহযোগীতার হাত একান্ত কামনা।