আপনি কবি
শপথ

ছিল শুধু কবিদের সম্মান প্রচেষ্টা
নিত্য নতুন প্রকাশে অপূর্ব রচনা
শব্দ বাক্য ছন্দ পেতে করেন সাধনা
মিটাতে হৃদয় ক্ষুধা পাঠকের তেষ্টা।
প্রেম বিরহের গাঁথা আনন্দ বেদনা,
জীবনমূখী ধর্মীয় নিয়ে বাস্তবতা,
প্রতিবাদী কণ্ঠস্বর সমাজের কথা
রম্য রসে শিক্ষণীয় হরেক ভাবনা।।

আপনি কবি সৃষ্টিতে প্রতিভার আলো,
সুন্দর পবিত্র মনে লিখে অনবদ্য
অসাধারণ আবেগী গদ্য পদ্য কাব্য
অন্তরের অন্ধকার দূর করে ভালো ।
জীবনকে এনে দিতে মুক্তির সন্ধান,
জানি কবি চিরঞ্জীব কৃতিত্বে মহান।।