অন্তরে ভালোবাসার বিশ্বাসী প্রণয়,
বাইবেল ত্রিপিটকে শাস্ত্র বেদে শুনি,
পবিত্র কুরআনের চিরন্তণ বাণী,
প্রভুর প্রেমে পাগল অশান্ত হৃদয়।
অনন্ত অসীম ওগো জগতের স্বামী,
আবেদন মঞ্জুরের বিণীত প্রস্তাব,
করুণায় দয়া করে দাও হে জবাব,
প্রিয় নামেই ডাকি যে পৃথিবীতে আমি।
আল্লাহ ঈশ্বর হরি ডাকি ভগবান,
দিবা নিশি করি কত নামের জিকির,
তসবি জপমালায় মহান বিধির,
সেজদা পুজার মাঝে রুপের সন্ধান।
আসল নকল নামে দিলে শুধু ধোকা,
তাইতো দাওনা সাড়া ওগো অনামিকা।।