বিধির ভাগ্য লিপিতে কত সাধনায়!
সত্য সুন্দর পবিত্র সুখের সন্ধান,
স্বার্থক জীবনে শুধু মঙ্গল কল্যাণ,
প্রাপ্তির আশাতে তৃপ্তি কোন তপস্যায়?
অফুড়ন্ত ইচ্ছেগুলি অব্যক্ত প্রকাশ,
পরিপূর্ণ সন্তুষ্টির সাফল্য অর্জন,
প্রয়াসের অভিপ্রায় হৃদয়ে ধারণ,
কৃপার দান গ্রহণ প্রতিভা বিকাশ।
জানি না কেমন করে কি দিয়ে তোমায়?
ভালোবেসে তুমি দিলে কত উপহার,
আমার কিছু নেই যে তোমাকে দেবার,
দিয়েছো উজার করে জীবনে আমায়।
আমার আছ থাকবে তুমি চিরদিন,
কি করে শোধিব এই অনাদায়ী ঋণ।