আল্লাহর প্রিয় বান্দা আমলে জিন্দেগী,
আযান শুনে প্রবেশ মসজিদ ঘরে,
মজবুত ঈমানের পবিত্র অন্তরে,
আল্লাহ রাসুল প্রেমে বিশ্বাসে বন্দেগী।
ইবাদতে সংবিধান আল কুরআন,
সুন্নতে পরিচালিত মানব জীবন,
নামাজ রোজা ফরজ পালনে মুমিন,
মক্কা মদীনায় হজ্জ যাকাত প্রদান।
তাওহীদের কালেমা বাণী শাহাদাত,
শরীয়তের আইনে ইসলাম মেনে,
হালাল হারাম যত কার্য ব্যবদানে,
জীবনের পাপ পূণ্য পার্থক্যে নাজাত।
ইহকালে পরকালে মুক্তির সন্ধান,
শান্তির পতাকা তলে শ্রেষ্ট ইনসান।