পাপ পূণ্যের হিসাব নিকাশ
আমলে জমা পড়ে
আমি কাঁদি তুমি দয়াল
পাঠাইলা সংসারে
যে কাঁন্দাইল দিবানিশি
তারে কেমনে ভালোবাসি
দেখে যারি মুখের হাসি
দুঃখ বাড়াই অন্তরে
এত সুন্দর এই যে ভূবন
আমি তোমার কত আপন
মানুষের কত প্রয়োজন
মিটাতে আশা করে
আমি অধম দিন ভিখারী
দিতাম কারে উজার করি
পাওয়ার লোভে আমি পড়ি
স্বার্থ দিতে ছেড়ে
আপন ভাবে অধিকারে
দায়হীন বিপদে মারে
ধন সম্পদ বন্টন করে
উপার্জন টুটুল করে