অচেনা পরাণ পাখি ডালে ডালে উড়ে,
সুখের খুঁজে এখনো নীড় বাঁধে না সে,
মরা গাছে গড়া বাসা যদি পড়ে খসে,
কপাল পোড়া কোকিল ডাকে মিষ্টি সুরে।
বন বাদারে আঁধারে গহীণ জঙ্গলে,
দিবা নিশি ফুলে ফলে মনের আনন্দে,
দুঃখ ভুলে নাচে গায় বাতাসের ছন্দে,
জীবন সাজানো যেন যত্নে তিলে তিলে।
আদর স্নেহে খাঁচায় পুষ নাহি মানে,
মুক্ত আকাশের বুকে ডানা মেলে সুখে,
আসা যাওয়ার মাঝে রাখি চোখে চোখে,
প্রিঞ্জিরায় বন্দি হলে ছটফট প্রাণে।
স্বাধীনতা অবরোধে শাসণ বারণ,
পাখির অবাধ সুখে আমার মরণ।।