আমানত
শপথ
সর্বদা পাহারাদার প্রতিটি মানুষ,
আল্লাহর আমনত তোমাতে আমাতে,
যৌবনের আগমন জীবন প্রভাতে,
পৃথিবীর বুকে যত নারী ও পুরুষ।
মেয়ের জন্য ছেলেতে অমূল্য সম্পদ,
হেফাজতে রক্ষা করা কর্তব্য প্রধান,
অবহেলা অবজ্ঞায় চরিত্র গর্দান,
মেয়ের সতীত্ব নষ্টে ছেলের বিপদ।।
বিধাতার আমানত হলে খেয়ানত,
কামনা বাসনা মনে অপকর্ম করা,
ভ্যাবিচার মন্দ কাজ গুনাহ কবিরা,
অপরাধী মহাপাপী জিন্দেগী লানত।
স্রষ্টার গুপ্ত রহস্য আছে আমানতে,
ধ্বংস সৃষ্টি জগত হয় খেয়ানতে।।