আমাকে পুড়াতে যদি এত লাগে ভালো
চিতার আগুন জ্বেলে শ্বশানের ঘাটে
ভালোবাসার সমাধি স্মৃতি গুলো জ্বালো
ধুপ শিখার চন্দনে ফুল শয্যা খাটে
পিন্ডি সদকারে হোক শেষ শুভ দৃষ্টি
পবিত্র গঙ্গার জলে ধুয়ে মুছে শব
পুড়াইতে পাপী দেহ দেখে নিও কুষ্টি
বিনা প্রতিবাদে আমি রইব নিরব
দিয়েছো আঘাত যত সবি যে সয়েছি
নিঠুর পাষানী ওগো দিলে উপহার
ভালোবেসে অপরাধী উপাধি পেয়েছি
নিন্দার কলঙ্ক শুধু বদনাম আর
তবুও বাসবো ভালো হৃদয় রাঙিয়ে
ব্যথা ভরা আখিজলে জীবন ভাসিয়ে