আলোর বন্দি
শপথ
আলোকিত এ পৃথিবী চোখে অন্ধকার,
নয়ন মেলিয়া দেই চারিদিকে দৃষ্টি,
দেখি না সৌন্দর্য কভু অপরুপ সৃষ্টি,
কাটেনা জগতে তাই জীবন আঁধার।
অন্ধ পথিক চলছে দিবানিশি পথে,
অজানা গন্তব্যে লক্ষ্য পথভোলা আশা,
সাফল্যের ব্যর্থতায় কেবল হতাশা,
জীবনের পরাজয় সময়ের স্রোতে।।
এত আলো ধরণীতে আনন্দের হাসি,
মুখোরিত কোলাহোলে সুন্দর ভূবন,
অতল গহীণে ডুবে ধূসর জীবন,
ভুলের জোয়ারে ভাসি নিত্য সর্বনাশী।
আলোর শৃঙ্খলে বন্দি মঙ্গল কল্যাণ,
বাঁচার স্বার্থকতায় নেই অবদান।