আল্লাহর নামে
শপথ
তুমি সাধু খেতে মধু মিটাতে পিপাসা,
রাস্তা খুঁজে সত্য পুজে মঙ্গল কল্যাণে,
অন্ধকারে মন্দ ধরে অজ্ঞানের ধ্যানে,
আখেরাতে মুক্তি পেতে কাটবে কুয়াশা।
অনাচারে অত্যাচারে কুপথে গমন,
হালালের হারামের আহার উদরে,
নেশা টানি মদ পানি তৃষ্ণা পানাহারে,
মিথ্যা কথা হয় বৃথা সাধন ভজন।
ইনসান শয়তান পাপী কর্ম কান্ডে,
অভিশাপ মহাপাপ লানত খোদার,
কুলুষিত পরাজিত অযোগ্য ক্ষমার,
তওবার দরবার বন্ধ শাস্তি দন্ডে।
দিন গুনে বুঝে শুনে মশগুল প্রেমে,
দমে দমে হরদমে আল্লাহর নামে।