আল্লাহ মহান
শপথ
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মহান,
রহমানুর রহিম তুমি মহীয়ান,
পরম করুণাময় বড় দয়াবান,
গাহি তোমার নামের শুধু গুনগান।।
সৃষ্টিকর্তা মহাজ্ঞানী সর্বশক্তিমান,
মুমিন মুহাইমিন শান্তি সুহাবান,
সর্বশ্রোতা বিচক্ষণ ন্যায় নীতি বান,
প্রেমময় ক্ষমাশীল সৃষ্টির কল্যাণ।।
দাও হে প্রভু মোদের মুক্তির জীবন,
অনন্ত অসীম তুমি করি যে স্বরণ,
সঠিক পথে গমণ কর নির্ধারণ,
ঈমানের সাথে যেন হয় গো মরণ।
পৃথিবীতে যতদিন থাকে দেহে প্রাণ,
দিবানিশি ভক্তি ভরে গাহিতে এ গান।।