আল্লাহ আমার রব জগতে মালিক,
ক্ষুধা তৃষ্ণা নিবারণে দয়ালু মহান,
খাদ্য শস্য ফল জল দিয়েছে যোগান,
নিরাকার গার্ডিয়ান কৃপাতে অধিক।
নয়ন দৃষ্টিতে আলো দেখিতে পৃথিবী,
মধুর কন্ঠের স্বর চাহিদা প্রকাশ,
জাগ্রত বিবেক জ্ঞানে প্রতিভা বিকাশ,
হাত পা কর্ণ নাসিকা নিঃশ্বাসের চাবি।
মস্তিষ্কের চিন্তাশক্তি ভাল মন্দ কর্মে,
অন্তরে মশাল জ্বেলে সত্য ন্যায় বোধে,
মঙ্গল কল্যাণ পথে পাপ মিথ্যা রোধে,
নিদ্রাতে রজণী কাটে শান্তির বিশ্রামে।
রহমতে হাসি খুশি দিবসের পূণ্য,
জীবন পরিচালিত সৃষ্টি ভবে ধন্য।।