আকার সাকার ভেবে কে করে নির্ণয়?
কি রুপে আসিয়া ভবে অস্তিত্ব প্রকাশে?
না দেখে মানুষ কেন ডুবিল বিশ্বাসে?
কে জানে নিরাকারের গুপ্ত পরিচয়।?
আদি হইতে অনন্ত কি চাওয়া তাঁর?
মানুষের কাছে আছে কি এমন দাবী?
আদেশ নিষেধে দিল বিধানের চাবি?
পাপ পূণ্যে সাবধান করবে বিচার।।
একক সত্বা যেজন আড়ালে কে তুমি?
আল্লাহ ঈশ্বর হরি রাখিল কে নাম?
ভিন্ন জাতিতে মানুষ নেই কেন দাম?
কুরআন বাইবেল বেদে খুঁজি আমি।
যে নামেই ডাকি প্রভু তুমি একজন
সন্তুষ্ট চিত্তে মাওলা দিও দরশন।।