সুন্দর পৃথিবী হেরে আঁখি খুঁজে আঁখি,
অনন্ত তৃষ্ণা মেটাতে ঝরে শুধু সুধা,
পিয়াসী জীবনে কেন বেড়ে যায় ক্ষুধা.
আশা ভালোবাসা রঙে স্বপ্ন কত আঁকি।
জলস্রোতে ভেসে যায় অতল গহীণে ,
শীতল হয়না প্রাণ উত্তপ্ত নয়ন,
জীবন প্রদীপে জ্বলে চিতার দহণ,
আঁধারে আলোর ভয় চোখের সামনে।
ছলনার অভিনয়ে হাসি কান্না ধোকা,
সুখ দুখ অনুভুতি পালাক্রমে আসে,
জীবনের প্রতিবেশী নিত্য ভালোবাসে,
কল্পিত পরিকল্পনা একমাত্র বোকা।
স্বার্থের লোলুপ দৃষ্টি অপলক চোখে,
মিটেনা দেখার স্বাধ পৃথিবীর বুকে।।