প্রেমতো একারি হয় হৃদয় গভীরে,
মম চিত্তে অনুভূতি আপন ইচ্ছাতে,
ভালোলাগা ভালোবাসা সাজানো আশাতে,
শয়ণে স্বপনে গেঁথে বিশ্বাসী অন্তরে।
ভাবের মিল অমিল দুয়ে ব্যবধান,
ভিন্ন ভিন্ন স্বত্তা যোগে মিলনের সন্ধি,
আমি তুমি পরস্পর অধিকারে বন্দি,
দায়িত্ব কর্তব্য বোধে স্বার্থ সমাধান।
আমি চাই দিবানিশি প্রেমের ফাগুন,
তোমার চাওয়া কি সে বুঝিতে অক্ষম,
চাপাতে জোর পূর্বক উত্তম অধম,
সহজ সরল কথা জটিল বাঁধন।
সত্য প্রেমিক জীবন অজান্তে বিলীন,
ভালোবাসা প্রতিদানে একান্ত স্বাধীন।