জীবনের কাছে প্রশ্ন কেন নিরুত্তর,
বাঁচিবার স্বাধ বড় কামনা বাসনা,
চাওয়া পাওয়া তৃপ্তি সুখ প্রবঞ্চনা,
গতিপথে বাঁধা সৃষ্টি সমস্যা প্রচুর।
বিদ্বেষের যাতণায় কেন অসহায়,
নির্মম নিষ্ঠুর স্বার্থ জগত উদ্ধার,
আর্তনাদে আহাজারি লোভ লালসার, ভালোবাসার বন্ধন বিশ্বাস হারায়।
বিজয়ের স্বাধীণতা তৃষ্ণার্ত পিপাসা,
বিবেক বোধের নীতি মিথ্যার শৃঙ্খলে,
অন্যায় অত্যাচারের বিঁষাক্ত ছোবলে,
মমতার মানবতা মুক্তির প্রত্যাশা।
পৃথিবীর ময়দানে জীবন সৈনিক,
দুঃখ কষ্টের চাবুকে আহত দৈনিক।