কাউকে ঘৃণা করতে শিখি নাই কভু
কষ্ট পেলে ধৈর্য্য ধরে সহ্য করে যাই
অল্প জ্ঞানে তর্কে মাতি অভিমানে শুধু
ক্ষমা করে বার বার ভালোবাসা চাই
ভালো থাক সুস্থ থাক সুন্দর ভূবনে
স্নেহের আদর করি যত্ন সহকারে
প্রাণপন চেষ্টা শধু সেবিতে চরণে
স্বার্থ ত্যগে নিত্য পাশে চাই অধিকারে
চুন খেয়ে দই দেখে ভয় পেলে তুমি
আগে তিতা পরে মিঠা বুঝলে না স্বাধ
পূর্ব দোষে কত শাস্তি সই বল আমি
কলঙ্কের বদনামে দিলে অপবাদ
অকারণে উগ্র হও প্রতিশোধ নিতে
রাগান্বীত ক্রোধানলে হুমকি মারিতে