চলার পথ আমার আঁধারে ঘিরিল,
কে দিবে সন্ধান বলে গন্তব্য ঠিকানা,
ভালো মন্দ সত্য ন্যায় কিছুই বুঝিনা,
পদে পদে ভয়ভীতি বিপদ বাড়িল।
পৃথিবী শশ্মাণ ভূমি সঙ্গে নেই কেহ,
গোরস্থানে পথ চলি শিহরণ বুকে,
সারি সারি কবরের লাশ বুঝি ডাকে,
আর্তনাদে কাঁপিতেছে জীর্ণ শীর্ণ দেহ।
শিয়ালের ফাঁদ পাতা আটকের ফন্দি,
সিংহ বাঘের গর্জণ চারিদিকে শুনি,
সাবধানে দুচরণ দিবস রজণী,
সুন্দর গুহায় ঢুকে অনায়েসে বন্দি।
হারানো পথের খুঁজে আমি সঙ্গীহীন,
সঞ্চিত শক্তি সাহস আঁধারে বিলীন।।